1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

১২ লাখ ৪২ হাজার টাকা পুরস্কার পেয়েছেন, ২৫০ টাকা লোড দেন!

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধি ::
‘আপনি কি এই নাম্বার ব্যবহার করছেন স্যার, আমি গ্রামীণ ফোনের বসুন্ধরার হেড অফিস থেকে বলছি। আপনি আমাদের কাছ থেকে কোনো বোনাস পেয়েছেন, যেমন ফ্রি মিনিট, এমবি? কোম্পানির গতকাল (শুক্রবার) রাতের মিটিংয়ে একটি লটারি হয়েছে। ২৬ জনের লটারির মধ্যে আপনি ১২ লাখ ৪২ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। ফোনের লাইন কেটে দিচ্ছি, টাকা সংগ্রহ করতে হলে এই নাম্বারে কল ব্যাক করেন।”
গতকাল শনিবার বেলা পৌনে চারটায় ডাচবাংলা ব্যাংক’র শহরের ষোলঘরের বুথের নিরাপত্তা প্রহরী মো. মিরাজ মিয়াকে ০১৭৫৬১৬২০২৬ নাম্বার থেকে ফোনে এ কথাগুলো বলা হয়।
মিরাজ আলী ফোনে কল ব্যাক করলে বলা হয়, গ্রামীণ ফোন কোম্পানি থেকে আপনাকে পুরস্কৃত করা হচ্ছে এটা কাউকে বলা যাবে না। কারো সাথে শেয়ার করবেন না। টাকাগুলো আজকের মধ্যে পেতে চান তাহলে দ্রুত যে নাম্বার থেকে ফোন দেয়া হয়েছে সেই নাম্বার ২৫০টাকা লোড (ফ্ল্যাক্সিলোড) দেন।
মিরাজ আলী টাকার জেতার কথা শুনে খুশি হয়ে জিজ্ঞেস করেন, গ্রামীণ ফোনের সুনামগঞ্জ সেন্টারে যোগাযোগ করলে টাকা সংগ্রহের ব্যাপারে কোন সহযোগিতা পাওয়া যাবে কি-না। এসময় অপরপ্রান্ত থেকে বলা হয়, স্থানীয় সেন্টারে এ বিষয়ে অবগত নয়। তারা লটারির বিষয়ে আপনাকে সহযোগিতা করতে পারবে না।
এ কথা বলার পর কিছুটা সন্দেহ হয় মিরাজ আলীর। পরিচিত এক গ্রামীণ ফোনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাকে জানান, কিছু প্রতারক চক্র এ কাজ করছে। লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফ্ল্যাক্সিলোড আদায় করে প্রতারিত করছে।
মো. মিরাজ আলী বলেন, বেশ কিছুদিন আগে শহরের নবীনগরের পরিচিত একজন একইভাবে প্রতারিত হয়েছিলেন। আমার সন্দেহ হওয়ায় বিষয়টি এক গ্রামীণফোনের কর্মকর্তাকে জানাই। এগুলো প্রতারক চক্রের কাজ বলে তিনি আমাকে জানান।
সুনামকণ্ঠ’র পক্ষ থেকে ০১৭৫৬১৬২০২৬ নাম্বারে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।
গ্রামীণ ফোনের মাঠ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে লটারির কথা বলে প্রতারণা করছে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে তারা।
প্রসঙ্গত, এর আগে শহরের উকিলপাড়া, ষোলঘর, ওয়েজখালি, নতুনপাড়া থেকে থেকে লটারি জেতার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com