দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাসির উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার পুত্র। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুতের ছেঁড়া তারে নাসির উদ্দিনের বসতঘরের স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়। শনিবার গভীর রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে তিনি স্টিলের দরজাটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাঁকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মো. ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।