ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাচনা বাজারের লঞ্চঘাট সংলগ্ন বটতলায় মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।
মো. মকবুল হোসেন আফিন্দীর ঘোড়া প্রতীকের সমর্থনে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে পথসভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের মফিজনগর গ্রামের কামাল হোসেন।
সুজাতপুর গ্রামের গোলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মো. মকবুল হোসেন আফিন্দী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইদ্রিস আলী, আরিফ আলম লিমন, ময়নুল হক, দুলাল মিয়া, রিয়েল আহমেদ, আব্দুল আহাদ, মুক্তার হোসেন, মোফাজ্জল হোসেন, সোনা মিয়া প্রমুখ।