দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার জগদল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন রশীদ লাভলু’র পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শনিবার দুপুরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোস্তাক আহমদের পরিচালনায় নগদীপুর বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রতন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্য রাখেন যুবলীগ নেতা মকসুদ আলম, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ রহমান ও চেয়ারম্যানপ্রার্থী হুমায়ূন রশিদ লাভলু। জেলা নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন।