ধর্মপাশা প্রতিনিধি ::
আগামী ৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর বাজারে গতকাল শনিবার বিকেলে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী’র পক্ষে নৌকা মার্কায় ভোটারদের কাছে ভোট চাইতে এ পথ সভার আয়োজন করা হয়।
মহদীপুর গ্রামের বাসিন্দা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলুল হক ফটিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঘান শিয়াধার ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক কাজল সরকার, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন, ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমু প্রমুখ।