ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার দশধরী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে শুক্রবার রাতে জাহেদ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষক আব্দুল মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামের জাহেদ মিয়ার ছোট বোন নিজ বসত ঘরের সামনের পরিত্যক্ত ঘরে বাতি জ্বালাতে যায়। বাতি জ্বালিয়ে সে ওই ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় তার বড় ভাই জাহেদ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে। পরে পরিবার ও প্রতিবেশী লোকজন সেখানে গিয়ে তা দেখতে পান। ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ওই পরিত্যক্ত ঘর থেকে জাহেদ মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কখন কীভাবে এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে কেউ সঠিক সময় জানাতে পারেনি। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্য ও তাঁর আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।
ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজন তার লাশ গ্রহণ করার আবেদন করায় ও এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়।