বিশেষ প্রতিনিধি ::
দিরাই-শাল্লার আ.লীগের রাজনীতি সক্রিয় হয়ে উঠছেন জেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি এই সক্রিয়তা শুরু করেছেন। আজ শনিবার উপজেলার দু’টি ইউনিয়নে তাঁর প্রচারণা করার কথা রয়েছে। যে দুটি ইউনিয়নে তাঁর প্রচারণার কথা সেগুলোতে তাঁর সমর্থিত প্রার্থী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন।
আগামী ২৮ মে দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩টির মধ্যে নানা নাটকীয়তার পর ৩টিতে নিজ বলয়ের প্রার্থী বাগিয়ে নেন জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান। নিজের সংসদীয় এলাকায় থাকলেও তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হাতছাড়া হয়ে যায় দলের প্রবীণ সুরঞ্জিত সেনগুপ্তের। দলীয় মনোনয়ন না পেয়ে তিন ইউনিয়নেই সুরঞ্জিত সেনগুপ্ত সমর্থিত নেতারা নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
সুরঞ্জিত সেনগুপ্ত সমর্থিত প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচন করায় অনেকটা চ্যালেঞ্জের মুখে রয়েছেন মতিউর রহমান সমর্থিত তিন চেয়ারম্যান প্রার্থী। একাধিক প্রার্থী থাকায় দলের নেতাকর্মীরাও অনেকটা নীরব। সব কিছু মিলিয়ে নিজ সতীর্থ প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন মতিউর রহমান। এজন্য তিনি প্রথম দফার পর দ্বিতীয় দফায়ও দিরাই যাচ্ছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে। তাঁর সঙ্গে অবশ্য স্থানীয় আ.লীগের কিছু সুরঞ্জিত সেন বিরোধী নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। এদিকে আজ শনিবার মতিউর রহমান নির্বাচনী প্রচারণায় দিরাই যাচ্ছেন বলে জানা গেছে।