1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার ::
জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠী অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ অদম্য গতিতে এগিয় গেলেও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার। তাদের অস্তিত্ব সীমাহীন সংকটের মুখোমুখি।
বক্তারা আরো বলেন, শুধু মাত্র মন্দির, গীর্জা- মঠ, প্যাগোডায় অব্যাহত হামলা নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনও চলছে।
এ সময় মানববন্ধন থেকে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি আসন সংরক্ষণ করা; প্রশাসনিক কাঠামোর প্রতিটি স্তরে ২০ শতাংশ সংখ্যালঘু ও আদিবাসীদের পদায়ন; সংবিধানের ১২ অনুচ্ছেদের ২(ক) অনুচ্ছেদ বিলোপ এবং ১৯৭২ সালের সংবিধানের মৌল আদলে রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষ নীতির যথাযত বাস্তবায়ন নিশ্চিত করা; সবার ক্ষেত্র সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করা; স্বর্থ বান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন; শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসনে পাঠ্যপুস্তকে সকল ধর্ম ও জাতিসত্বার সমমর্যাদার প্রতিফলন ঘটাতে হবে; দায় মুক্তার সংস্কৃতি থেকে জাতিকে উত্তরণ ঘটাতে হবে; মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ-এর সভাপতিত্বে ও অ্যাড. গৌরাঙ্গ পদ দাসের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, দেবব্রত দাস, কাজল দে, বিমল বণিক, চঞ্চল কুমার লোহ, কলি তালুকদার আরতি, অ্যাড. অনুপ দে, শিক্ষক অজিত দাস, রতন রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেশ তালুকদার নানু, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, রমেন্দ্র কুমার দে, অভিজিৎ চৌধুরী, রমেন্দ্র ভট্টাচার্য্য, অ্যাড. রতন কুমার রায়, অ্যাড. প্রণব কান্তি দাস, শীলা বসু, অ্যাড. অনুপ কুমার ধর, শুভব্রত বসু, অজিত দাস, প্রভাত কান্তি শর্মা, নবেন্দু দাস, মানব চৌধুরী, গুষ্ঠ আচার্য্য, অসিত তালুকদার, সন্তু রায়, বিজিত সেন, সুমন নন্দি, রজত কান্তি চক্রবর্তী, চন্দন দাস, রিন্টু দাস, বিভাস দেব, সীমা খাসনবিশ, বীণা দাস, বিমান রায়, বাপ্পী রায়, দেবাশীষ দাশগুপ্ত, নীতিকনা ভট্টাচার্য্য, সবিতা বণিক, মালতি রায়, কাননবন্ধু রায়, ডা. প্রহলাদ বণিক, ভোলানাথ রায়, মদন বণিক, লিটন রায়, সুমন দাস, সেবরাজ মন্ডল, সুজিত দেব, রাজন রায়, বিজন কান্তি দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com