তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রতনশ্রী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারায় এবং বঙ্গমাতা গোল্ডকাপে কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়।
খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দীপক কান্তি তালুকদার, রঞ্জু মুখার্জি প্রমুখ।