সুনামগঞ্জ পৌর আ.লীগের ৩নং ওয়ার্ড শাখা কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হাছননগরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আব্দুর নূরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাহাব উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ও জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজন।
এছাড়াও বক্তব্যে রাখেন আহ্বায়ক কমিটির সদস্য গীতিকার জবান আলী, বাউল তছকির আলী, আব্দুর রশীদ, এনাম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মলয় চক্রবর্তী রাজু বলেন, স্বাধীনতার স্বপক্ষের সংগঠন এবং স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠন গৌরবের, ইতিহাসের। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করতে হবে।
এছাড়া তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষ থেকে নবগঠিত ওয়ার্ড কমিটির নেতা-কর্মীকে অভিনন্দন জানান।