ইসলামী আন্দোলন বাাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত শহরের মল্লিকপুর জামে মসজিদে মুহা. হুসাইন আল-হারুনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব মোহা. ইমতিয়াজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জম হোসেন খান।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মো. ইমতিয়াজ আলম বলেন, সরকারের ছত্রছায়ায় কিছু সংখ্যক লোক দেশ ও জাতির ঐতিহ্য ও আদর্শকে মুছে দেয়ার জন্য হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস তৈরি করেছে। তিনি এ নাস্তিক্যবাদী সিলেবাস, বিতর্কিত শিক্ষানীতি, প্রস্তাবিত শিক্ষা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর আহুত ২৭ মে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের কথা স্মরণ করিয়ে দেন। এবং তা সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এ ছাড়াও উক্ত বৈঠক ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং কাজের সুবিধার্থে পুরো জেলাকে কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে আগমী ১৭ জুলাই সুনামগঞ্জ জেলা কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা করা হয়।
উক্ত বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জম হোসেন খান বলেন, আমাদের সংগঠনের যাবতীয় কার্যক্রম সুদূর পরিকল্পনা মোতাবিক আল্লাহর সন্তুটির জন্য সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি মুফতি ফখরুদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রহমান জিলানী, মুজাহিদ কমিটি সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গফুর, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ মাসুম আহমদ, পৌর শাখার সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম, মাওলানা কাওছার হাছিব, মুহা. দ্বীন ইসলাম, হাদিউল ইসলাম, সদর সভাপতি মুহা. ইয়াছিন আহমদ সুমন, মুহা. ওমর ফারুক, হাফেজ ইমদাদুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি