1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০১৬

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. দবির মিয়ার লাঙ্গল প্রতীকের সমর্থনে স্থানীয় রসুলগঞ্জ বাজারে গতকাল শুক্রবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. দবির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান, আশরাফুর রহমান, হাবিবুর রহমান, সমাজসেবক কামরুল ইসলাম শিরিন প্রমুখ।
এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে দিনব্যাপী ইউনিয়নের কচুরকান্দি, মইজপুর, চকআছিমপুর, আসামপুর, বনগাঁওসহ বিভিন্ন গ্রামে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী দবির মিয়া তাঁর লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।
এদিকে, পাটলি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হকের আনারস প্রতীকের সমর্থনে পাটলি সচেতন ছাত্র সমাজ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্থানীয় রসুলগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক, সংগঠনের নেতা এসএম জামাল, এন ইসলাম মাহি, হুমায়ূন আহমদ, আবুল হাসনাত, লুৎফুর রহমান সুয়েব, মারুফ রানা, এন রহমান নাইম, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী, রুসান শাহ কেনান প্রমুখ। সভায় বক্তারা আনারস প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল ইউনিয়নের পাইলগাঁও, হাড়গ্রাম, সাতা, ঐহারদাস, তাজপুর, এরালিয়া ও ছালিয়া গ্রাম এলাকায় গণসংযোগকালে গ্রামের স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com