স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর সুলতানপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবুল লেইছ (৬২) ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেল ৪টায় সিলেটের মাউন্ট এলিজাবেথ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ এশা হাছননগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের লামাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবুল লেইছ-এর মৃত্যু সংবাদে তাঁর বাসভবনে তাৎক্ষণিকভাবে ছুটে যান পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, জেলা আহ্বায়ক সাংবাদিক আল-হেলাল, কাউন্সিলর সৈয়দ ইয়াসিনুর রশীদ ইয়াসিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি জাকারিয়া জামান তানভীর, সহ-সভাপতি রিপন আহমদ, অর্থ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী রুবিন ও সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মজনুসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।