ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের উত্তরপাড় থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, উপজেলার শৈলচাপড়া হাওরের উত্তরপাড়ে ওইদিন সকালে অজ্ঞাতনামা অনুমান ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবরটি জানালে সকাল ১১টার দিকে ওই ব্যক্তির লাশ সেখান থেকে উদ্ধার করা হয়। কয়েকদিন ধরে লাশটি পানিতে ভাসতে থাকায় লাশের শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরে গেছে। তবে শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ওইদিন দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।