জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে ইউনিয়নের সাদিপুর গ্রামে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দ্বিপালের সমর্থক তুহিন মিয়া ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিমের সমর্থক মকসুদ মিয়ার মধ্যে নির্বাচনী আলোচনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তোফায়েল আহমদ রিজভী (২৮) ও পরতাব আলী (৬৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।