1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

চার উপজেলায় ইউপি নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০১৬

সুনামকণ্ঠ ডেস্ক ::
জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলার ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীম (নৌকা), মো. মাসুক আলম (ধানের শীষ), আলী নূর আলম (লাঙল), এমদাদুল হক আফিন্দী (আনারস), মকবুল হোসেন আফিন্দী (ঘোড়া), মো. জসিম উদ্দিন (চশমা) প্রতীক পেয়েছেন। ফেনারবাঁক ইউনিয়নে করুণা সিন্ধু তালুকদার (নৌকা), জুলফিকার চৌধুরী (ধানের শীষ), মাওলানা ওয়াক্কাস আলী (রিকশা), সাধন চন্দ্র তালুকদার (আনারস), মো. নুর মিয়া (ঘোড়া), মো. মতিউর রহমান (চশমা), মো. হারুন অর রশিদ (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার (নৌকা), মো. মাসুদ আলম মকসুদ (ধানের শীষ), অসীম তালুকদার (ঢোল), মিহির লাল রায় (দুটি পাতা), প্রদীপ মজুমদার (আনারস), রতিরঞ্জন পুরকায়স্থ (মোটর সাইকেল), আব্দুল খালেক ফারুক (ঘোড়া)।
ভীমখালি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. আক্তারুজ্জামান শাহ (নৌকা), অ্যাড. মো. শাহীন আলম (ধানের শীষ), সৈয়দ সাইদ আহমদ (খেজুর গাছ), আলী আহমদ (লাঙ্গল), আক্তারুজ্জামান তালুকদার (ঘোড়া), দুলাল মিয়া (চশমা), আব্দুল রকিব চৌধুরী (আনারস) প্রতীক পেয়েছেন। তাছাড়া সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি, উভয় দলের বিদ্রোহী, জাতীয়পার্টি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পদে মোট ৪০৯ জন প্রতীক পেয়েছেন।
১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন খাঁন (নৌকা), হাজী খসরুল আলম (ধানেরশীষ), খন্দকার মোস্তাক আহমদ (চশমা), ডা. মনিরুজ্জামান মনির (ঘোড়া), মাওলানা খাইরুল বাশার (আনারস) প্রতীক পেয়েছেন। ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ সরকার (নৌকা), মো. কয়েস মিয়া (মোটর সাইকেল), আলী আহমদ মুরাদ (ধানের শীষ), শামীম আহমদ (ঘোড়া), মহসিন রেজা মানিক (আনারস), খাইরুল কবির খোকন (টেবিলফ্যান), মোফাজ্জল হোসেন (চশমা) প্রতীক পেয়েছেন। ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী ইউনুছ আলী (নৌকা), আব্দুস সাত্তার (টেবিলফ্যান), আজহার আলী (ধানের শীষ), সবুজ আলম (ঢোল), আবুল কালাম আজাদ (টেলিফোন), ইলিয়াস আহমদ (অটোরিকশা), বোরহান উদ্দিন (মোটরসাইকেল), মো. আব্দুস ছালাম (চশমা), সালেহ্ আহমদ (আনারস) প্রতীক পেয়েছেন।
৪নং বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন (নৌকা), মাসুক মিয়া (ঘোড়া), জমির উদ্দিন (আনারস), আবুল কাসেম (ধানেরশীষ) প্রতীক পেয়েছেন।
৫নং বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন (নৌকা), আফতাব উদ্দিন (আনারস), মোর্শেদ আলম (ঘোড়া), আবু সায়েম (ধানেরশীষ), হুমায়ুন কবির পাঠান (লাঙ্গল), সোহাগ মিয়া (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন।
৬নং তাহিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন শামীম (নৌকা), হাফিজ উদ্দিন (টেবিলফ্যান), ইকবাল হোসেন তালুকদার (চশমা), স্বপন কুমার দাস (ঢোল), বোরহান উদ্দিন (ধানেরশীষ), আতিকুর রহমান আতিক (টেলিফোন), জিল্লুর রহমান (সিএনজি), মহর আলী (ঘোড়া), শফিক মিয়া (মোটরসাইকেল), আজিজুর রহমান (আনারস) প্রতীক পেয়েছেন।
৭নং বালিজুরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান (নৌকা), হাজী আ. জহুর (আনারস), ফেরদৌস আলম (ধানেরশীষ), সাখাওয়াত হোসেন (ঘোড়া), নজির হোসেন (লাঙ্গল), মো. ছয়ফুল আলম (চশমা), হোসেন আহমদ (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ২৭০ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পদে ৮৯ জন প্রার্থীসহ মোট ৪০৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়।
বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪জন, সাধারণ সদস্য পদে ২১৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে পলাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে সুলেমান মিয়া (নৌকা), আব্দুল কাইয়ূম মাস্টার (ঘোড়া), ফুল মিয়া (ধানের শীষ), আবু হানিফ নোমান (আনারস), হাবিবুর রহমান সিদ্দিকী (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। ধনপুর ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার (নৌকা), প্রিন্সিপাল সৈয়দ রমিজ উদ্দিন (ধানের শীষ), তাজ্জত খাঁন (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। ফতেপুর ইউনিয়নে শাহাব উদ্দিন শাবুল (ধানের শীষ), রনজিত চৌধুরী রাজন (অটোরিকশা), শামছুজ্জামান শাহ (নৌকা), মহিবুর রহমান (আনারস), ফারুক আহমদ (ঘোড়া), নেছার আহমদ (মোটর সাইকেল), জহিরুল ইসলাম (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
সলুকাবাদ ইউনিয়নে আলহাজ্ব তোফায়েল হোসেন লিটন (লাঙ্গল), সফর আলী (নৌকা), আজিজুল হক (ঘোড়া), রওশন আলী (মোটর সাইকেল), মোহন মিয়া বাচ্চু (ধানের শীষ) প্রতীক পেয়েছেন।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে এরশাদ মিয়া (লাঙ্গল), আব্দুল গণি (নৌকা), অ্যাড. ছবাব মিয়া (ধানের শীষ), আমিন উদ্দিন ভূইয়া (রিকশা) প্রতীক পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com