ছাতক প্রতিনিধি ::
ছাতক সিমেন্ট কারখানা আবাসিক এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে বাসাবাড়িসহ আবাসিক এলাকার অনেক গ্যাস পাইপ চুরি হয়ে গেছে। চোরেরা সংযোগকৃত লাইন থেকে পাইপ খুলে নিয়ে গেছে। প্রতিদিনই কারখানার কোন না কোন স্থানে চুরি সংঘটিত হচ্ছে। গ্যাস লাইনের পাইপ চুরি হওয়ার ফলে আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক পরিবার গৃহস্থালি কাজে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।
এদিকে দুর্ভোগ লাঘব করতে কারখানা কর্তৃপক্ষ প্লাষ্টিকের পাইপে গ্যাস সংযোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অনেকেই মন্তব্য করেছেন।
গত ক’দিনে আবাসিক এলাকার ব্যাচেলর ও শ্মশান বিল্ডিংয়ের প্রায় দেড় শ’ ফুট মূল্যমান পাইপ চোরেরা চুরি করে নিয়ে গেছে। গত ১৩, ১৪ ও ১৫ মে টানা তিনদিন ঘটেছে গ্যাস পাইপ চুরির ঘটনা।