জগন্নাথপুর প্রতিনিধি ::
প্রখ্যাত চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ বলেছেন, সিলেটের মধ্যে জগন্নাথপুর সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে রয়েছে। সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে জগন্নাথপুর আর্ট স্কুল থেকে আরেক জন জয়নাল আবেদীন সৃষ্টি হবে। তিনি জগন্নাথপুর আর্ট স্কুলের শিক্ষার্থীদের ভূয়সি প্রশংসা করে বলেন, ভাল মানের একজন চিত্রশিল্পী হতে হলে সুস্থ মানসিকতার বিকল্প নেই। তাই তোমাদের লক্ষ্যকে সামনে রেখে মনোযোগ সহকারে অন্তরের প্রতিচ্ছবি থেকে চিত্র আঁকতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর আর্ট স্কুলে ষষ্ঠ বার্ষিক চিত্র প্রদশর্নীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর্ট স্কুলের পরিচালক প্রণব বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিত্র শিল্পী অরবিন্দু দাস গুপ্ত। সভায় আর্ট স্কুলের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।