বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরস্থ এসএসপি’র ট্রেনিং সেন্টারে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের ৬ মাস মেয়াদী ৪র্থ ব্যাচের উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা টিভি লন্ডন-এর প্রতিনিধি মাওলানা ইয়াহইয়া রহমান আনসারী।
তিনি সউল সাসটেইনেবল প্রগ্রেস (এসএসপি)র প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লন্ডনপ্রবাসী এনামুল হক, এসএসপি সাধারণ সম্পাদক অলিমান তালুকদার, উপদেষ্টা সদস্য হাসান বশির, কোষাধ্যক্ষ খসরুজ্জামান শিমুল, এসএসপি’র মেম্বার মিজানুর রহমান, ট্রেইনার হাবিবা আক্তার, ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, তামান্না আক্তার, সাংবাদিক আব্বাছ আলীম, সমাজকর্মী শামীম আহমদ, রেবা দেবনাথ, প্রশিক্ষণার্থী সাবিনা আক্তার, সুলতানা, ফারজানা, হ্যাপি রানী নাথ, মমতা আক্তার, জবা রানী শর্ম্মা, শিখন রানী নাথ, মিনহা আক্তার, রুজিনা আক্তার, তানজিনা আক্তার, রিপা আক্তার, শামীমা আক্তার প্রমুখ।