তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের নুরুল হক ও জাহাঙ্গীর মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। আহতরা হলেন নুরুল হক, এরশাদ, আবুল কাশেম, বাদশা মিয়া, ফজর আলী, শাহজালাল, আফজাল মিয়া, ইসলাম নুর, আশিক নুর, আব্দুল খলিল, হাবিব মিয়া, ফয়জুল মিয়া, নিজাম উদ্দিন, একছান মিয়া, ইনছান মিয়া, আলী রেজা, লালসাদ মিয়া, আবুল হুদা, দিলশাদ মিয়া, নাইম উদ্দিন, দিলোয়ার, খলিল, ডালিম, জুলহাস, জয়সাদ, আসাদনুর, এরশাদ, আলীশাদ, লায়েছ নুর, তারিদ নুর, তামিম হোসেন, রিজিয়া বেগম, আরশ বেগম, রবিউল বেগম, মারজান বেগম, জাহাঙ্গীর মিয়া, লুকমান মিয়া, আনোয়ার হোসেন, জনিক মিয়া, ঝুমা বেগম, রনিক মিয়া, জাকির হোসেন, মশাহিদ মিয়া, আলমগীর হোসেন, আকতার হোসেন, কিতাব আলী, শরিফ মিয়া, মাফিক মিয়া, এংরাজুল, শামছুন নুর মিয়া, মেহেদী, রফিক মিয়া, সামায়ুন, আসমা বেগম। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মির্জা রিয়াদ হাসান আহতদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।