দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও দিরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ জাফরুল্লাহ কাজল, সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ জাকির হোসেন ভূঁইঞা, পরিদর্শক মুহাম্মদ শোয়েব আহম্মদ চৌধুরী, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আ.লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, সাধারণ স¤পাদক প্রদীপ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক গোলাম মোস্তফা সর্দার রুমি, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নুরুল ইসলাম প্রমুখ।