জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সেক্রেটারি ও সহ-সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করিয়েছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, তাজিবুর রহমান, আবাব মিয়া, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদাল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বাজার নির্বাচন কমিশনার ব্যবসায়ী দিলোয়ার হোসেন, জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সেক্রেটারি জাহির উদ্দিন ও সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সেক্রেটারি জাহির উদ্দিন ও সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়াকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সেক্রেটারি ও সহ-সেক্রেটারিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে জগন্নাথপুর পৌরসভার মেয়রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন।