সংবাদদাতা ::
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার সিলেট উপঅঞ্চলের ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা গত ১০ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজীগণি বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে সবগুলো ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় বড় ছেলেদের ২০০ মিটার দৌড় ইভেন্টে সুয়েব মিয়া, লাফ ধাপ জাম্প প্রতিযোগিতায় জিল্লুর রহমান ও মধ্যম ছেলেদের লাফ ধাপ জাম্প ইভেন্টে জামাল হোসেন ১ম স্থান অধিকার করেন। তিনটি ইভেন্টে বিজয় অর্জন করায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, জেলা জাপা নেতা আবু তালিব আল-মুরাদ, ম্যানেজিং কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. আমিরুল হক প্রমুখ।