1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা-ক্যুর রাজনীতি বিদায় নিয়েছে। এখন আমরা উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আমরা সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর এখন স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও কাজ করছি।
গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলায় একযোগে উন্নয়ন মেলার উদ্বোধনকালে এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলা দেশের ৬৪টি জেলা এবং ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন। সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার, ডিজিটালাইজেশন ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম জনগণের সামনে তোলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ন মেলা। এ উপলক্ষ্যে সোমবার সকাল থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজজামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়াসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রঙ-বেরঙের প্লেকার্ড ও কাগজের তৈরি ফুল-পাখি নিয়ে অংশগ্রহণ করে। র‌্যালিটি পুনরায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত হবার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চাই, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন-সর্বস্তরে। সংসদ সদস্য থেকে একেবারে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বাররা প্রত্যেকেই, বিভিন্ন শ্রেণিপেশার জনগণরা রয়েছেন, আমাদের প্রশাসনে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সদস্যরা- সকলেরই একটি সমন্বিত উদ্যোগ থাকলে পরে এই বাংলাদেশকে আমরা অতিদ্রুত দারিদ্র্যমুক্ত করতে পারবো।’
ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সুনামগঞ্জের মেলা প্রাঙ্গণ থেকে টেলিভিশনের মধ্য দিয়ে সরাসরি ভিডিও করফারেন্স দেখতে পান উপস্থিত দর্শকরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মেলার আয়োজন সংশ্লিষ্ট সকল বিষয় অনুষ্ঠানে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়।
মেলায় প্রতিদিন সভা, ছবি ও পোস্টার প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
মেলায় একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের পরস্পরের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এক সময় যে ভিক্ষা করতো আজকে সে নিজের পায়ে দাঁড়িয়ে একটি মর্যাদাপূর্ণ জীবিকার পথ বেছে নিয়েছে, আমি মনেকরি সমগ্র বাংলাদেশের প্রতিটি নির্বাহী কর্মকর্তা যদি এভাবে উদ্যোগ নেন তাহলে প্রতিটি জেলা-উপজেলা ভিক্ষুকমুক্ত হতে পারে এবং প্রতিটি মানুষ একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। তাঁর ভেতরেও একটি আত্মবিশ্বাস জেগে ওঠে।
এদিকে, সুনামগঞ্জের উন্নয়ন মেলায় মোট ৬৮টি স্টল বসেছে। মেলার ১ম দিনেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকেই মেলা প্রাঙ্গণে এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ – মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সাফল্য নিয়ে কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com