স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর – আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর রাণীগঞ্জ এলাকায় নির্মাণাধীন সেতুটি প্রয়াত জাতীয় নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের দাবি জোরালো হচ্ছে। সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই দাবির প্রতি সংহতি জানাচ্ছেন।
সম্প্রতি এক সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট এবং আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ পৌসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল রাণীগঞ্জ সেতু প্রয়াত সামাদ আজাদের নামে নামকরণের প্রস্তাব করেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দাবিটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
নামকরণের দাবির সঙ্গে আরও একাত্মতা জানিয়েছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ চেম্বারের সহ-সভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান প্রমুখ।