স্টাফ রিপোর্টার ::
র্যাব অভিযান চালিয়ে প্রতারক চক্রের অন্যতম হোতা মো. খলিলুর রহমান (৫০)-কে গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জর সদর উপজেলার জগাইরগাঁও গ্রামের মৃত ছুয়েফ উল্ল্যাহ’র পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড অফিসার সহকারি পুলিশ সুপার মো. আফজাল হোসেন-এর নেতৃত্বে সদর থানাধীন টুকের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় টুকের বাজার পয়েন্টের রাস্তা থেকে প্রতারক চক্রের অন্যতম হোতা ওয়ারেন্টভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মো. খলিলুর রহমান জমির ভুয়া মালিক সেজে ভুয়া খতিয়ান প্রস্তুত করে জাল দলিল সৃষ্টি করে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।