স্টাফ রিপোর্টার ::
বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ বোতল ভারতীয় মদসহ দেলোয়ার হোসেন (৩২)-কে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে পুলিশের সহায়তায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা তাকে আটক করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টায় পুলিশের সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলার গাজীরগাঁও পূর্বপাড়া (অষ্টগ্রাম) থেকে ভারতীয় মদসহ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। সে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিভাগীয় স্টাফ মো. মুস্তফা কামাল, তাজুল ইসলাম ভূইয়া, সোহরাব হোসেন চৌধুরী, এসআই আব্দুল আলী।