স্টাফ রিপোর্টার ::
র্যাব অভিযান চালিয়ে গরু চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মতিউর রহমান (৩৫)-কে গ্রেফতার করেছে। সে শহরের আব্দুল বারিকের পুত্র।
র্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্থ আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় তাহিরপুর জিআর ১৩৬/১৬, ধারা ৪৫৭/৩৮০/৪১১ দ.বি.-এর গরু চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।