দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
জামায়াতে ইসলামের আমীর ও বদরপ্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় দক্ষিণ সুনামগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের শান্তিগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মো. মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি অরুণ পুরকায়স্থ, গোলাম নুর, নুরুল আমীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. নুর হোসেন, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ, জাহিদুল ইসলাম, জিলানী আলম প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।