1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জুয়া বন্ধে কঠোর হোন

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটই এখন অনেকের মানুষের কাছে ধ্যান-জ্ঞান। আজকাল টি-টোয়েন্টি ক্রিকেটকে ঘিরে একশ্রেণির অসাধু জুয়াবৃত্তিতে জড়িয়ে পড়ছে। গতকাল দৈনিক সুনামকণ্ঠে ‘বিপিএল ঘিরে জুয়া বাণিজ্য জমজমাট’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদপাঠে জানা যায়Ñ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সুনামগঞ্জ শহরে চলছে জমজমাট জুয়া বাণিজ্য। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, পাড়ার মোড়ের দোকানে প্রতিদিন বিপিএল ম্যাচকালে চলে বাজি খেলা। এসব স্থানে দর্শক যতোটা না খেলা দেখার টানে উপস্থিত হন, তারচেয়ে বেশি থাকে জুয়ার টান। বিপিএলকে ঘিরে এই বাজিতে সুনামগঞ্জে লাখ লাখ টাকার বাণিজ্য হচ্ছে। তার মধ্যে নি¤œবিত্ত শ্রেণির মানুষই বেশি। তাছাড়া উঠতি বয়সি তরুণরাও এতে ঝুঁকছে। বাড়তি অর্থ লাভের আশায় তারা বাজি খেলায় বসেন। খেলা শেষে কারো মুখে দেখা যায় খুশির ঝিলিক, আর কেউ ফিরেন মলিন মুখে।’
ক্রিকেটের এই বাজির টাকা জোগান দিতে উঠতি বয়সি তরুণরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এসব কারণে অভিভাবকরাও শঙ্কিত। এ জুয়া বাণিজ্যের ফাঁদে পড়ে অনেক পরিবারে নেমে এসেছে দুর্গতি। এমন পরিস্থিতিতে জুয়া বাণিজ্য বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি, আইন শৃখলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়ালে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করলে জুয়া বাণিজ্যের প্রবণতা এখনই বন্ধ করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com