বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বিষয়টি জেলা বিএনপি’র নেতৃবৃন্দকে কেন্দ্র থেকে জানানো হয়েছে। সম্মেলনকে সামনে রেখে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে বিবদমান দু’পক্ষ। এদিকে জেলা বিএনপি’র বিবদমান দু’পক্ষকে নিয়ে আজ রোববার সিলেটে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন দু’পক্ষকে নিয়ে এই বৈঠকের আয়োজন করেছেন বলে জানাগেছে।
সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি সারাদেশে দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে দলের বেশ কয়েকটি অঙ্গসংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। দেশের যে ক’টি জেলার সম্মেলন বাকি রয়েছে সেগুলোতে সম্মেলন ও সম্মেলন পরবর্তী কমিটি গঠনের উদ্যোগ নেয় দলটি। সম্মেলন না হওয়ার তালিকায় থাকায় সুনামগঞ্জ জেলাকে কেন্দ্র থেকে সম্মেলনের আয়োজন করার কথা বলা হয়েছে। আগামী ১৯ নভেম্বর কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলা বিএনপি’র সম্মেলন হওয়ার কথা। তবে এখন পর্যন্ত সম্মেলনের অতিথি ও স্থান নির্ধারণ হয়নি।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া গ্রুপ ও জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী গ্রুপের মধ্যে বিরোধ আবার চাঙ্গা হয়েছে। আছপিয়া গ্রুপের দাবি, প্রত্যেক ইউনিটে কমিটি নিয়ে বিরোধ রয়েছে, কোথাও দুটি, কোথাও তিনটি কমিটি রয়েছে, এসব সমস্যা সমাধান না করে, জেলা বিএনপি’র আহ্বায়ক একতরফাভাবে সম্মেলনের চেষ্টা করছেন।
অন্যদিকে নাছির গ্রুপের দাবি, গত দুই বছর ধরে জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে নাছির উদ্দিন দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। সরকারের চোখরাঙানি উপেক্ষা করে তারা রাজপথে ছিলেন।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয়ায় দু’পক্ষকে নিয়ে আজ রোববার সিলেটে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জরুরি বৈঠক ডেকেছেন। এতে দু’পক্ষের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, জেলার প্রত্যেক ইউনিটে কমিটি নিয়ে ঝামেলা রয়েছে। দুই, তিনটি করে কমিটি রয়েছে। এ সমস্যার সমাধান এখনো হয়নি। বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দও অবহিত আছেন। জেলা কমিটির আহ্বায়ক বিএনপি’র ‘মূলধারা’কে পাশ কাটিয়ে সম্মেলনের চেষ্টা করছেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন, দলকে সব সময় সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধে চেষটা করেছি। কেন্দ্র থেকে আগামাী ১৯ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও কলিম উদ্দিন মিলনকে প্রথম সদস্য করে জেলা বিএনপি’র কমিটি গঠন হয়েছিল।