স্টাফ রিপোর্টার ::
সদ্য সমাপ্ত সুনামগঞ্জের সকল ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের নারী সদস্যসহ তিনটি পৌরসভার মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিদেরকে এই সংবর্ধনা প্রদান করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আয়ূব বখ্ত জগলুল। সংবর্ধনা সভাটি শেষ পর্যন্ত আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের প্রচারণা সভায় পরিণত হয়। বক্তারা সংবর্ধনা সভায় উপস্থিত দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে নূরুল হুদা মুকুটকে ভোট দেওয়ার অনুরোধ জানান। এদিকে অনুষ্ঠানে শুধু জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানানোর অনুরোধ করা হলেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সম্ভাব্য সদস্যপদের প্রার্থীরাও। তারা সুযোগ বুঝে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের একসঙ্গে পেয়ে নিজেদের প্রচারণা চালান।
নূরুল হুদা মুকুটের সমর্থনে আ.লীগ নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। সভার আয়োজক ও বক্তারা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে আসন্ন নির্বাচনে নূরুল হুদা মুকুটকে সমর্থন দানের আহ্বান জানান। সভায় বক্তারা আওয়ামী লীগের রাজনীতিতে নূরুল হুদা মুকুটের ত্যাগ ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তুলে ধরেন।
শনিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পৌরসভার উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করেন মেয়র আয়ূব বখত জগলুল। সভায় সুনামগঞ্জের চারটি পৌরসভা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়ূব বখ্ত জগলুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মতিউর রহমান। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরুল হুদা মুকুটকে সমর্থন জানিয়ে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, আমি নূরুল হুদা মুকুটকে সমর্থন জানিয়েছি। আজ আপনারাও তাকে সাড়ম্বর অনুষ্ঠানে সমর্থন জানানোয় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে নূরুল হুদা মুকুটের মতো যোগ্য ব্যক্তিকে আপনারা বাছাই করেছেন বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে নুরুল হুদা মুকুট বলেন, আমি অতীতে কখনো নিজের ভোটের জন্য আপনাদের কাছে যাইনি। আজ আমি আপনাদের কাছে নিজের ভোট প্রার্থনা করছি। সুনামগঞ্জের জননন্দিত পৌর মেয়র আয়ূব বখত জগলুলের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমাকে সমর্থন জানানোয় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে আপনারা নির্বাচিত করলে আমি আপনাদের এলাকার কল্যাণে নিরলস কাজ করে যাব।
সভার আয়োজক ও সভার সভাপতি মেয়র আয়ূব বখ্ত জগলুল তাঁর বক্তব্যে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নূরুল হুদা মুকুটকে সমর্থন জানিয়ে বলেন, আমরা জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে আগামী জেলা পরিষদ নির্বাচনে নূরুল হুদা মুকুট ভাইকে নির্বাচিত করতে চাই। তার এই বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত জনপ্রতিধিরা এসময় হাত তোলে নূরুল হুদা মুকুটকে সমর্থন করেন। এসময় নূরুল হুদা মুকুটের নামে স্লোগান দেন উপস্থিত জনপ্রতিনিধিরা।
পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল ও চঞ্চল কুমার লোহ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সদর উপজেলার কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত ও লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল ওয়াদুদ, ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া, বিশ্বজিৎ সরকার, রতন কুমার দাস, মো. আব্দুল কাইয়ুম মাস্টার, বিধান চন্দ্র চৌধুরী, শাহ আবু ঈমানী, জসীম উদ্দিন রানা, আব্দুল হাশিম, মো. নুরুল হক, নুর হোসেন, শাহাব উদ্দিন মোহাম্মদ সায়েম, প্রবীর মিত্র তালুকদার, মো. মাসুক মিয়া, বোরহান উদ্দিন, রণজিৎ চৌধুরী রাজন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মহিলা সদস্যা সেলিনা বেগম প্রমুখ।
সবশেষে সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন থেকে আগত জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন। ছাতক পৌর চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ উপস্থিত ছিলেন।
সংবর্ধনাসভা শেষে উপস্থিত সহ¯্রাধিক জনপ্রতিনিধিদেরকে নূরুল হুদা মুকুটের বাসভবনে আপ্যায়ন করা হয়।