বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের অর্থায়নে ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল, টিফিন বক্স, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ ও মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২২ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, স্থানীয় সরকার বিভাগ’র ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আপ্তাব উদ্দিন প্রমুখ।
কাটাখালি পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, এসএমসি সভাপতি আব্দুল কদ্দুছ, প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক।
সবশেষে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক এসময় অতিথিবৃন্দ।