স্টাফ রিপোর্টার ::
কিডনি রোগে আক্রান্ত সংবাদকর্মী শহিদুলের স্ত্রী তহুরা আক্তার বিউটিকে চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা করলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী।
শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বিউটিকে দেখতে গিয়ে এ সাহায্য প্রদান করেন।
সংবাদকর্মী শহিদুল জানান, তার স্ত্রী জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই মাস যাবৎ চিকিৎসাধীন আছে। আর্থিক অসচ্ছলতার কারণে সঠিকভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এ যাবৎ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, সমাজসেবা অধিদপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আর্থিক সাহায্য ছাড়াও ব্যক্তি পর্যায়ে সহযোগিতা করছেন। তিনি জানান, তার স্ত্রী তহুরা আক্তার বিউটি’র দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তিনটি শিশু সন্তান নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন। কিডনি দুটি ডায়ালাইসিস করতে হবে এবং কমপক্ষে ১টি কিডনি সংযোজন করতে হবে। বিউটিকে বাঁচাতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে বিউটিকে বাঁচানো সম্ভব হবে। এ ব্যাপারে সংবাদকর্মী শহিদুল সকলের সহযোগিতা কামনা করেছেন।
আর্থিক সাহায্য প্রদানকালে ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, আমি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছি। সমাজের প্রত্যেক বিবেকবান ব্যক্তি এগিয়ে আসলে অবশ্যই বিউটিকে বাঁচানো সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, মাহতাব উদ্দিন তালুকদার, ফরিদ আহমদ প্রমুখ।