বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় এবং বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, দক্ষিণ বাদাঘাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সাত্তারসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।