যুব জমিয়ত, সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারি মহাসচিব ও জেলা জমিয়তের সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির।
শাখা সভাপতি হাফিজ মাওলানা হাম্মাদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুহিবুর রহমান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ত্বাহা হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি এম আব্দুল হাফিজ, প্রচার সম্পাদক ফরিদ উদ্দীন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ সুহাইল আহমদ ইয়াহইয়া, সিরাজুল ইসলাম, হাফিজ সোহরাব আহমদ, নুরুল আমীন, মাসউদ আহমদ, ইলিয়াস আহমদ, হাফিজ ইয়ামিন হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা যুব জমিয়ত বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফ ইয়াসিনকে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি