স্টাফ রিপোর্টার ::
প্রতিবছরের ন্যায় এবারো রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩তম ডা. মো.আজিজুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রথমার্ধে এবং দুপুর দেড়টায় দ্বিতীয়ার্ধের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলা, ইংরেজি, গণিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬জন।
সদস্য সচিব ও রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফারুক আহমদ জানান, গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। গতবছর ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
তিনি বলেন, কেন্দ্রের ৭টি কক্ষ থেকে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত শান্তি শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি এমএ রউফ, কেন্দ্র সচিব রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমান, সদস্য সচিব মো. ফারুক আহমদ প্রমুখ।
দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় শাখার সেকশন অফিসার মো. জাহাঙ্গীর আলম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সন্তেুাষ প্রকাশ করেন।
জানা যায়, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পরীক্ষার ফলাফল আগামী দু’মাসের মধ্যে প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেট বিভাগীয় প্রধান ডা. একেএম হাফিজ তাঁর পিতার নামে ২৩বছর আগে ডা.আজিজুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করেন।