তাহিরপুর প্রতিনিধি ::
কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র পাল, মোশারফ হোসেন, আবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ কৃষকের মধ্যে ৫ কেজি করে বীজ ধান, ২০ কেজি করে ডিওপি সার এবং ১০ কেজি করে এমওপি সার, ৬০ কৃষককে ১ কেজি করে সরিষা, ২০ কৃষককে ২ কেজি করে ভুট্টা ও ১০ কেজি করে চিনাবাদাম ও ২০ কেজি করে সার ডিওপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।