ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে উজ্জীবকদের নিয়ে চারদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদের, মতিন মিয়া, মনব্রত চক্রবর্তী, কৃপেশ বণিক, মো. মজিবুর রহমান, মীর মোশারফ হোসেন, কামরুল ইসলাম সবুজ, ইয়ুথ লিডার্স মাসুম রাসেল, মো. মোস্তাফিজুর রহমান সজল, মুন্না দাস, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, মো. শাহীন আলম, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি সাইফ উল্লাহ, জামালগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাহুল চৌধুরী, রুহুল আমিন, আসাদ চৌধুরী এনি, জাহাঙ্গীর আলম বাবু, ফুল তারা বেগম, হুমায়রা আক্তার মনি, তাহেরা বেগম, নাসরিন আক্তার, নুসরাত, শেফা আক্তার, তামিম আহম্মেদ চৌধুরী। প্রশিক্ষণে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।