হামিদুর রহমান বাবলু ::
সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি বাস (নং সিলেট-জ-১১-০৭০৬) বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে পাস করার সময় ধাক্কামেরে রাস্তার পাশে ফেলে আসে। কিছুদূর এগিয়ে এসে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ছাতকের মায়েরকুল গ্রামের মন্তাজ আলীর ছেলে জামাল মিয়া (৩৪), সুনামগঞ্জের মনোরঞ্জনের ছেলে অজিত পাল (৪৫), ছাতকের সিদ্ধারচর গ্রামের নূরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগম (৩৫), একই গ্রামের আব্দুল্লার ছেলে নুরুল ইসলাম (২৫), তাহিরপুরের লালারবন গ্রামের রহমত উল্লার ছেলে আব্দুল হাই (৫০), জামালগঞ্জের শাপলাগঞ্জ গ্রামের ফয়জুল হকের ছেলে জহিরুল হক, ধর্মপাশার কালার হাটির হাসমত আলীর ছেলে আনফর আলী (৬০), তাহিরপুরের ইসলাম উদ্দিনের ছেলে জমির হোসেন (১৪)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত ইসলাম উদ্দিন (২৩), ইসমাইল আলী (৪৮), নজরুল ইসলাম (৩৮), কামরুল হক (৩০), সুলতান মিয়া (৬৫), আনোয়ার হোসেন (৩৫), মনোহর আলী (৩৫), সেলিনা বেগম (৪০), মিনা বেগম (১৫) প্রমুখকে কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।