স্টাফ রিপোর্টার ::
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বর্ধিতসভার আয়োজন করে জেলা যুবলীগ। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট রওনক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার, জেলা কমিটির সদস্য ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পী, সীতেশ তালুকদার মঞ্জু, সদস্য ও ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, আলী হোসেন পলাশ, গিয়াস উদ্দিন, জেবুল মিয়া, দীপক কান্তি দাস, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল, সুনামগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপ্ত তালুকদার টিটু, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, সদস্য কল্যাণব্রত তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক বাচস্পতি রায় বাচ্চু, ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকরাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উৎপল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ মাহমুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন লালন প্রমুখ।
বক্তারা, আগামী ১১ ও ১২ নভেম্বর জেলা যুবলীগের এবং ঢাকায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে সফল করে তোলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।