জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন ও অভিজিৎ সিংহ-এর নেতৃত্বে পুলিশ দল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে গ্রামের আকলু মিয়া ছেলে মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আনোয়ার মিয়াকে গ্রেফতার করে। এছাড়া অন্য একটি মামলার আসামি উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাশিদ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।