ধর্মপাশা প্রতিনিধি ::
দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে ধর্মপাশা উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ধর্মপাশা উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনীন্দ্র চন্দ্র তালুকদার, আহ্বায়ক সুধন চন্দ্র সিংহ, সদস্য সচিব চয়ন কান্তি দাস, হিন্দু মহাজোটের সভাপতি সুশীল সরকার, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, সদস্য সুভাষ সরকার, মোহিত লাল তালুকদার মুন, দুলাল সরকার, অসীম শীল, লিবাস শীল, প্রতিলাল সরকার প্রমুখ।