দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বিকেলে উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ছমিরুল ইসলাম শান্তু মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাড. শফিকুল ইসলাম, লিয়াকত আলী, ফয়েজ আহমদ ফয়েজ, সাংগঠনিক স¤পাদক শাহিন মিয়া, কেশব দে, বাবুল মিয়া, প্রচার স¤পাদক জিল্লুল হক জিলু, ত্রাণ স¤পাদক শাকির আহমদ, উপ-প্রচার স¤পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপ-তথ্য স¤পাদক পাভেল আহমদ, শিমুলবাক ইউনিয়ন যুবলীগ নেতা মঈন উদ্দিন, আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জিলানী আলম প্রমুখ। পরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।