সুনামকণ্ঠ ডেস্ক ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার এ কমিটি ঘোষণা করা হয় । কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাকির খাঁন এবং সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন কয়েস মিয়া।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ, শাহ আলম, যুগ্ম-সাধারণ স¤পাদক নিউটন চন্দ্র দাশ, মো. ইমদাদ আহমদ, সাংগঠনিক স¤পাদক প্রশান্ত সরকার, তারেক আহমদ।
নবনির্বাচিত কমিটির সভাপতি জাকির খাঁন জানান, সুনামগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে এবং স্বার্থ রক্ষায় কাজ করে যাবে নতুন কমিটি। সুনামগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন কমিটির সহ-সভাপতি জুনেদ আহমদ।