সুনামগঞ্জ শহরে মোটর সাইকেল চোরচক্র আবারও সক্রিয় হয়ে ওঠেছে। মাঝখানে কিছুদিন আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় চুরির ঘটনা অনেকটাই কমে এসেছিল। বলা যায় এই ক’দিন মোটামুটি স্বস্তিতেই ছিলেন মোটর সাইকেল মালিকরা। তবে এই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি শহরে ফের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে গতকাল দৈনিক সুনামকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, সুনামগঞ্জ শহরে মোটর সাইকেল চোরচক্র আবার সক্রিয় হয়ে ওঠেছে। গত দুই দিনে দু’টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে সুনামগঞ্জ কোর্ট এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকেল ও রোববার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে একটি মোটর সাইকেল ও সম্প্রতি প্রাইম ব্যাংকের সামনে থেকে আরো একটি মোটর সাইকেল চুরি হয়।
শহরে একের পর এক মোটর সাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায় মোটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা মনে করি, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো দরকার। ইতোপূর্বে চুরি যাওয়া মোটর সাইকেলগুলো উদ্ধারসহ চোরচক্রকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক – এটাই সকলের প্রত্যাশা।