সুনামগঞ্জ শহরে দিন দিন নতুন নতুন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা গড়ে উঠছে। বাড়ছে মানুষের সংখ্যা। সুরমা নদীর উপর আব্দুজ জহুর সেতু চালু হওয়ায় জেলা শহরের সাথে সুরমার দক্ষিণপাড়ের বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। শহরে যেমন মানুষের সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে যানবাহনের চাপ। যার ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রায় প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট। যা কখনো কখনো তীব্র আকার ধারণ করে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হল পুরাতন বাসস্টেশন। এই এলাকায় ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি সড়কের বড় একটা অংশ দখল করে থাকে ঢাকাই বাসগুলো। যার ফলে সৃষ্টি অনাকাক্সিক্ষত যানজটের।
“শহরে যানজট : ঢাকাই বাসকে পুরান বাসস্ট্যান্ড ছাড়ার নির্দেশ” শীর্ষক সংবাদ গতকাল দৈনিক সুনামকণ্ঠে প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়, শহরের ব্যস্ত এলাকা পুরাতন বাসস্টেশন এখন ঢাকাগামী দূরপাল্লার বাসের দখলে। রাত ও দিনের বেশিরভাগ সময় এ গাড়িগুলো শহরের এই ব্যস্ত এলাকাটির রাস্তা দখল করে যাত্রী পরিবহন করায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট দেখা দেয়। সম্প্রতি এই অবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নাগরিকদের ভোগান্তির কথা চিন্তা করে এবং শহরের ব্যস্ত এলাকার নির্বিঘœ পরিবেশ ফিরিয়ে আনতে ‘সুনামগঞ্জ আঞ্চলিক পরিবহন কমিটি’ দ্রুত দূরপাল্লার এই বাসগুলোকে পুরাতন বাসস্ট্যান্ড ছেড়ে মল্লিকপুরস্থ নতুন বাসস্ট্যান্ড থেকে যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে।
পুরান বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাই বাসগুলোর কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে এ কথা বলার অপেক্ষা রাখে না। জেলা শহরে যাত্রী পরিবহনে নিয়োজিত ঢাকাগামী দূরপাল্লার বাসকে শহরের নুতন বাসস্টেশন থেকে যাত্রী পরিবহনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও এসব মানছে না গাড়ির এজেন্টরা। তারা দীর্ঘদিন ধরে পুরাতন বাসস্টেশন থেকে যাত্রী পরিবহন করে যানজট জিইয়ে রেখেছেন। এ সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনসাধারণ ও সুধীজনরা মনে করেন, পুরাতন বাসস্টেশন থেকে ঢাকাই বাস সরিয়ে নেয়া হলে শহরের যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে। পাশাপাশি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পরিবেশের অনেকটা উন্নতি হবে।
আমরা মনে করি, পুরাতন বাসস্টেশন থেকে ঢাকাই বাস মল্লিকপুরস্থ নতুন বাসস্ট্যান্ডে স্থানান্তর করলে শহরে যানজট অনেকটাই কমবে, ভোগান্তি লাঘব হবে সাধারণ মানুষের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে।