বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগে নয়া মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষরা সম্প্রতি নানা ইস্যুতে তাঁর সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছেন। ফলে সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষিত হলে এই মেরুকরণ স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
জেলা আ.লীগের একটি বিশেষ সূত্র জানিয়েছে, আসন্ন কেন্দ্রীয় সম্মেলনের আগে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল গত বুধবার জাতীয় কমিটির সদস্য মনোনীত করে। এই কমিটির প্রধান দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি নীতিনির্ধারণী মহলকে নিয়ে দেশের ৬৪ জেলা থেকে জাতীয় কমিটির সদস্য মনোনীত করেন। জেলার প্রভাবশালী ও ত্যাগী নেতাদেরই এই কমিটিতে স্থান দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, এই কমিটিতে সদস্য মনোনীত করার জন্য প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফতাব উদ্দিনের নাম প্রস্তাব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে নাম ঘোষণার আগে সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের প্রভাবশালী একটি মহল আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ করে এই পদে আয়ূব বখত জগলুলকে মনোনীত করেন। তাছাড়া স্থানীয় রাজনীতিতে আয়ূব বখত জগলুলের প্রভাব ও তৃণমূলে জনপ্রিয়তার কারণেও কেন্দ্র আয়ূব বখ্ত জগলুলের প্রতি আন্তরিক ছিল। এসব বিবেচনায় নিয়ে জগলুলকে জাতীয় কমিটির সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে আরেকটি সূত্র জানিয়েছে। তাছাড়া আরেকটি সূত্র জানিয়েছে, জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ মনোনীত হতে পারেন।
জেলা আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আয়ূব বখত জগলুলের জাতীয় কমিটিতে অন্তর্ভুক্তির ফলে স্থানীয় আওয়ামী লীগে নয়া মেরুকরণ সৃষ্টি করবে। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের আগে নয়া মেরুকরণ দেখা দিতে পারে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল দৈনিক সুনামকণ্ঠকে বলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগে স্পষ্টত নানা বিভাজন আছে। আমাকে নেত্রী যে কারণে মূল্যায়ন করেছেন আমি তাঁর আস্থা রাখতে সচেষ্ট থাকব। বিভক্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব। তাছাড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যাতে ত্যাগী, নিবেদিতপ্রাণ এবং দুঃসময়ের পরীক্ষিতরা স্থান পান সে ব্যাপারে ভূমিকা রাখব। সুনামগঞ্জে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।