স্টাফ রিপোর্টার ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে পরিবহনকালে ২৫টি স্টিলবিড নৌকা জব্দ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নোয়াগাঁও এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে একটি চক্র ইজারাবিহীন ধোপাজান-চলতি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু-পাথর উত্তোলন করছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করায় নৌকাগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক বার্ডন সিংহ।