ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রেজিয়া আক্তার (৪৪) ও তার পুত্রবধূ পিপাসা আক্তার (২০) গত শুক্রবার দুপুরে নিজেদের বাড়ি সংলগ্ন ঘাটে গোসল করতে গিয়ে এক পর্যায়ে ওই হাওরের পানিতে ডুবে মারা যান। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রবিবার বিকেল তিনটার দিকে হাওরের পানিতে ডুবে মারা যাওয়া রেজিয়া আক্তারের স্বামী ফিরোজ আলী ও পিপাসা আক্তারের স্বামী হক মিয়ার কাছে ১২০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো.এনামুল হক এনাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইজ্জত আলী, ধর্মপাশা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নেকচান মিয়া, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন, মুকুল মিয়া প্রমুখ।